অনুষ্ঠান থামিয়ে তরুণীর শ্লীলতাহানি রুখলেন পাকিস্তানি গায়ক

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:অনুষ্ঠান চলছে পুরোদমে। এমন সময় স্বয়ং গায়ক খেয়াল করলেন দর্শক আসনে এক তরুণীকে হেনস্তা করছে কয়েকজন যুবক। সেই পরিস্থিতিতেই দারুণ সিদ্ধান্ত নিলেন তিনি। মাঝপথে অনুষ্ঠান থামিয়ে দিয়ে ওই তরুণীর শ্লীলতাহানি ঠেকালেন তিনি। গায়ক আতিফ আসলামের এই কাজকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, ঘটনা গত শনিবারের। করাচিতে একটি অনুষ্ঠান করছিলেন পাকিস্তানি গায়ক। অনুষ্ঠান চলাকালীন দর্শকদের মধ্যে একটি অস্বাভাবিক বিষয় তার নজরে আসে। খেয়াল করে দেখেন কয়েকজন যুবক মিলে এক তরুণীকে উত্যক্ত করছে। তখনই তিনি তার সহ-শিল্পীদের থামিয়ে দেন। গান থামিয়ে সোজা ওই যুবকদের কাছে চলে যান। প্রচণ্ড ধমক দিয়ে জানতে চান, ‘কখনো মেয়ে দেখোনি? তোমাদের ঘরে মা-বোন নেই?’ গায়কের এই চিৎকারে স্তম্ভিত হয়ে যান উপস্থিত শ্রোতারা। চলে আসেন নিরাপত্তারক্ষীরাও। এরপরই ওই তরুণীকে তারা নিরাপদ স্থানে নিয়ে যান।

ঘটনা নিয়ে অবশ্য মুখে কুলুপ উদ্যোক্তাদের। তবে সোশ্যাল মিডিয়া মারফত এ খবর ছড়িয়ে পড়েছে। গায়কের এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে দেশ ও বিদেশের মানুষরা।

দেখুন সেই ভিডিও-
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/1f_NJEa3iB4″ frameborder=”0″ allowfullscreen></iframe>

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।