এবার আ’লীগ নেতার বিরুদ্ধে জাসদের পাল্টা মামলা

এবার আ’লীগ নেতার বিরুদ্ধে জাসদের পাল্টা মামলা
জাসদ নেতার নামে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মাথায় আওয়ামী লীগ নেতাকে আসামি করে পাল্টা মামলা হয়েছে।

রোববার রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলা জাসদের সহ-সভাপতি মশিউর রহমানের স্ত্রী হামিদা খাতুন ডলি।

মামলায় মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে প্রধান আসামি করা হয়েছে।

এর আগে একই দিন সকালে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বাদী হয়ে জাসদ নেতা মশিউর রহমান মিলনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এর কয়েক ঘণ্টা পরই আওয়ামী লীগ নেতাকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন জাসদ নেতা মশিউরের স্ত্রী।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় তার স্ত্রী হামিদা খাতুন ডলি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় আমবাড়িয়া ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে প্রধান আসামি করা হয়েছে।

টুটুল ছাড়াও এজাহারে আরও ২৮জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য গত ১১ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুরে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া লুৎফর রহমান সাবুকে উপজেলার আমবাড়িয়া গোরস্থানের সামনে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ওই খুনের ঘটনায় জাসদ নেতা সরাসরি জড়িত অভিযোগে তাৎক্ষণিক উপজেলা জাসদের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মী ও নিহতের স্বজনরা।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।