ক্রাইমবার্তা রিপোট:বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের চুল কাটার অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ সোমবার সকালে বিদ্যালয়ের কুচকাওয়াজের সময় ৬ শিক্ষার্থীকে মাঠে এনে অন্য শিক্ষার্থীদের সামনে তাদের চুল কেটে দেয়া হয়। ভুক্তভুগী শিক্ষার্থীরা হলেন ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার নাদিম শিফাত, হাসিবুর রহমান জয়, মো রাকিব, সাব্বির ও নবম শ্রেণীর শিক্ষার্থী মো. মেহেদী হাসান।
এসব শিক্ষার্থী জানান, ক্লাস শুরুর আগে কুচকাওয়াজ থেকে ডেকে নিয়ে মাঠের মধ্যে বসে প্রধান শিক্ষক বাবলুর রহমান, শারীরিক শিক্ষক মো. রফিক ও গণিত শিক্ষক ফিরোজ আহম্মেদ তাদের চুলের মাঝ থেকে কেটে দেন। তবে শিক্ষকরা আগে থেকে তাদেরকে চুল ছোট করতে বলেননি।
অভিযোগের বিষয়ে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাবলুর রহমান অভিযোগ অস্বীকার করেন। বিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটেনি।
বেতাগী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ বলেন, আমি এ বিষয়টি জানি না । এটা ঠিক না। তবে যদি হয়ে থাকে এটি তদন্ত করে দেখা হবে।
বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র নয়াদিগন্তকে বলেন, শিক্ষার্থীদের কোনো ধরনের মানসিক বা শারীরিক নির্যাতন করতে পারবেন না শিক্ষকরা। এভাবে চুল কাটা হলে তা মানসিক নির্যাতনের মধ্যে পড়ে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।