ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সব্দলপুর গ্রামে বন্ধ হওয়ার পর পুনরায় চালু করা হয়েছে অবৈধ নৃত্য ও জুয়ার আসর। মেলার অবৈধ নৃত্য ও জুয়ার আসরের প্রমান সহ ভিডিও ফুটেজ দেখালে প্রশাসন সেটাকে বন্ধ করার আশ্বাস দেয়, এবং পরবর্তীতে সেটাকে বন্ধ করে দেয়। কিন্তু ১০ই জানুয়ারী থেকে প্রশাসনের কাছ থেকে অনুমিত নিয়ে আবারও মেলা চালু করেছে বলে জান যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকায় রয়েছে তারা।দেশের আইনকে যেন পকেটে করে রেখেছে তারা।সচেতন মহল বলেন,দেশে আইনের কি কোন মূল্য নাই,তারা কি আইনের উর্দ্ধে,তাছাড়া টাকাই কি সব কিছু? এ ব্যপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এ,কে,এম মহিউদ্দিনের কাছে মোবাইলের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন, আজ আমি আমার বিশ্বাস্ত এক জনকে পাঠাবো যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে শুধু মেলা বন্ধ না তাদের ব্যপারেও আইনুক ব্যবস্থা নেওয়া হবে। আশাশুনি থানা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার নলেজে নাই কারণ আমি একটি বিশেষ কাজে ঢাকাতে আছি, আমি এখনো কোন অভিযোগ পাইনি, তবে এখন যখন অভিযোগ পেয়েছি ওসি সাহেবকে বলছি ব্যবস্থা নিতে।তার পরও যিনি চার্জে আছেন তার নলেজে একটু দেন। আশাশুনি থানার ওসি বলেন এটা আমার নলেজে নেই, আমার কাছে কেও এখনো অভিযোগ দেয়নি, তবে ঠিক আছে আজ বিষয়টি দেখবো। এব্যাপারে প্রশাসনের কাছে সচেতন মহল সহ এলাকাবাস দাবি,এটা যেন বন্ধ হয় এবং এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নেওয়া হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …