ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : .বিশ্বজুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে রয়েছে ব্যাপক বিভেদ। এমন নমুনা আগেই মিলেছে। অর্থাৎ, একাংশের হাতে রয়েছে প্রচুর টাকা। এবার এক সমীক্ষায় তেমনই এক ছবি ধরা পড়ল, যাতে সেই পার্থক্যটা আরো স্পষ্ট হয়ে গেল। জানা গেছে, বিশ্বের আটজন ধনী ব্যক্তির কাছে রয়েছে বিশ্বের অর্ধেক মানুষের থেকেও বেশি ধন-সম্পত্তি।
‘অক্সফাম’-এর দেয়া একটি রিপোর্টের জানা গেছে, বিল গেটসসহ বিশ্বের মোট আটজন ধনী ব্যক্তির কাছে রয়েছে ৩৬০ কোটি মানুষের সমান সম্পত্তি। এক বছর আগেও এতটা পার্থক্য ছিল না বলে জানিয়েছে ‘অক্সফাম’।
তাদের দাবি, এই সমস্যার সমাধানের জন্য বিশ্বনেতাদের এখন থেকে ব্যবস্থা নেয়া উচিৎ। নাহলে, পরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকবে। যাতে আগামী দিনে রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব পড়বে।
‘অক্সফাম ইন্টারন্যাশনাল’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর উইনি ব্যানাইমা বলেন, ‘যেখানে প্রত্যেক ১০ জনের মধ্যে ১ জনের দিন চলে মাত্র ২ ডলারে, সেখানে এক কম মানুষের হাতে এত ধন-সম্পত্তি থাকাটা আপত্তিজনক। এই অসাম্যই বহু মানুষকে দারিদ্র্যের পথে ঠেলে দিচ্ছে। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে।’
২০১৫-র হিসেবে দেখা গিয়েছিল, ৬২ জনের কাছে ছিল বিশ্বের দরিদ্র অংশের মোট সম্পত্তির থেকেও বেশি সম্পত্তি। এক বছরে সেই সংখ্যাটা আরো কমেছে।
ফোর্বসের ধনী তালিকা খতিয়ে দেখেই এই সমীক্ষা পেশ করেছে ‘অক্সাম’। সেই তালিকা অনুযায়ী, বিল গেটসের সম্পত্তির পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার। এছাড়াও এই আটজনের মধ্যে রয়েছেন স্পেনের সংস্থা Inditex-এর প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা, ওয়ারেন বাফেট, মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু, আমাজনের কর্ণধার জেফ বেজোস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, ওরাকলের কর্ণধার ল্যারি হেলিসন এবং নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র ব্লুমবার্গ।