ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও অন্ততঃ ৮ জন আহত হয়েছে। নিহতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকার মোঃ মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার রেখা (৩৪), নেত্রকোনা জেলার পুর্বধলা থানার কামালপুর এলাকার মোঃ কাঞ্চন মিয়ার ছেলে মোঃ সাজু মিয়া (১৬) এবং শেরপুর জেলার শ্রীবর্দী থানার গঙ্গারছড়ি এলাকার সুজনের স্ত্রী মর্জিনা খাতুন (২৭)। হতাহতরা সবাই বাসের যাত্রী।
মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রবিউল মুন্না পরিবহনের একটি বাস মঙ্গলবার যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে শেরপুর যাচ্ছিল। বাসটি দুপুরে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের একাংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শারমিন নিহত হয় ও অন্ততঃ ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। গুরুতর আহত ৩ জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাজু মিয়া মারা যায়। পরে সেখান থেকে আশংকা জনক অবস্থায় মর্জিনা খাতুন (২৭) ও সুফিয়া বেগমকে (৫০) ঢাকায় রেফার্ড করা হলে বায়লাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকেলে মর্জিনা মারা যায়। পুলিশ দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করেছে।