বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোঁড়ে : ওবায়দুল কাদের

ক্রাইমবার্তা রিপোট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোঁড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে।

তিনি আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।ফাইল ছবি

এ সময় ফিটনেসবিহীন যানবাহন চালনোর অভিযোগে সাতজন চালককে ১৫ দিন করে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান।

ওবায়দুল কাদের হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণসহ একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।