শাকিরার সঙ্গে সেলফি প্রতিমন্ত্রী পলকের

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বিশ্বের জনপ্রিয় গায়িকা শাকিরার সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল সোমবার এ সেলফি পলক তাঁর ফেসবুকে পোস্ট করেন। এ মুহূর্তে সুইজারল্যান্ডের ডাভোসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

ফেসবুকে প্রতিমন্ত্রী লেখেন, ‘আমার প্রিয় একজন গায়িকার সঙ্গে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন।’

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় জন্ম নেওয়া শিল্পী শাকিরা ‘হোয়ারএভার হোয়েনএভার’, ‘লন্ড্রি সার্ভিস’ প্রভৃতি অ্যালবামের মাধ্যমে সারা বিশ্বে সমাদৃত। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ তুমুল জনপ্রিয়তা পায়। শাকিরা এখন স্পেনের বার্সেলোনায় থাকেন স্বামী ফুটবলার জেরার্দ পিকের সঙ্গে।

গত ১৫ জানুয়ারি ওয়ার্ল্ড  ইকোনমিক ফোরামে যোগদানের জন্য ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শেখ ডাভোসের কংগ্রেস সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতে অনুষ্ঠিত ‘শেপিং এ নিউ ওয়াটার ইকোনমি’ শীর্ষক এক কর্মশালায়ও প্রধানমন্ত্রী যোগ দেবেন।

Check Also

৫ বছরে কিডস ক্রিয়েশন টিভি

৫ম বর্ষে পা রাখলো ছোটদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি । ৮ মার্চ , শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।