সবচেয়ে ‘‌অপছন্দের’‌ ভাবী প্রেসিডেন্ট ট্রাম্প

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : আগামী শুক্রবার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশে তাকে প্রেসিডেন্ট হিসেবে অনেকেই চান না। সিএনএন/‌ ওআরসি সমীক্ষায় সামনে এসেছে সেই তথ্য। ১২–১৫ জানুয়ারি পর্যন্ত এই সমীক্ষা করা হয়েছে। যেখানে ট্রাম্পের ‘‌অ্যাপ্রুভাল রেটিং’‌ মাত্র ৪০ শতাংশ। উল্টোদিকে, ট্রাম্পের পূর্বসূরী দেশের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষেত্রে পরিসংখ্যানটা ছিল শতকরা ৮৪ শতাংশ, অর্থাৎ ট্রাম্পের চেয়ে ওবামা এগিয়েছিলেন ৪৪ শতাংশে। এর আগে কোনো মার্কিন রাষ্ট্রপতির এত কম অ্যাপ্রুভাল

রেটিং ছিল না। বিল ক্লিন্টন (‌১৯৯৩–২০০১) পেয়েছিলেন ৬৭ শতাংশ এবং জর্জ‌ ডব্লিউ বুশ (২০০১–২০০৯‌) পেয়েছিলেন ৬১ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং। নির্বাচনী প্রচারের শুরু থেকেই‌ ট্রাম্পের নানারকম বক্তব্যের কারণে তার জনপ্রিয়তা কমতে থাকে আমেরিকার জনগণের মধ্যে। বিভিন্ন মহল থেকে বলা হতে থাকে, প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত নন কোটিপতি ব্যবসায়ী।
ভালো না খারাপ, প্রেসিডেন্ট হিসেবে কেমন হবেন ট্রাম্প?‌ সেই সমীক্ষাতেও দেখা যায় অনেকেই দোটানায় রয়েছেন। তবে প্রেসিডেন্টের চেয়ারে বসে নিজের প্রতিশ্রুতিগুলো যে রক্ষা করবেন ট্রাম্প, সে ব্যাপারে অনেকেই আশাবাদী। তা সেটা কর নিয়ে হোক কিংবা চাকরি দেয়াই হোক। এমনকী তার সিদ্ধান্তগুলো দেশের জন্য ঠিক প্রমাণ হবে না ভুল?‌ তা নিয়েও দেখা যায় দ্বিমত। সমীক্ষায় দেখা গেছে শতকরা ৪৮ শতাংশ মানুষ মনে করছেন ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকার জন্য ঠিক প্রমাণিত হবে আর ৪৯ শতাংশ মনে করছে, না ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকার জন্য ঠিক হবে না।‌‌
ফার্স্ট লেডি হতে চলা মেলেনিয়া ট্রাম্পের সমর্থনে সমীক্ষায় ভোট পড়েছে শতকরা ৩৬ শতাংশ আর বিপক্ষে পড়েছে শতকরা ৩৫ শতাংশ। তবে পছন্দের দিক থেকে মা–বাবাকে ছাপিয়ে গিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। নিজের সমর্থনে শতকরা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন ইভাঙ্কা।

Check Also

ইসরায়েলে নেমে এল নতুন বিপদ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর দিকে রোববার রাতে একযোগে অন্তত ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।