ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৭ রান করেন বাংলাদেশের সাকিব আল হাসান। আর অধিনায়ক মুশফিকুর রহিম করেন ১৫৯ রান। ফলে আইসিসি টেস্ট র্যাংকিং-এর ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে সাকিব ও মুশফিকুরের। সাকিব আট ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৩তম স্থানে। আর দশ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে আছেন মুশি।
র্যাংকিং-এ বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২০তম স্থানে আছেন তিনি। ওয়েলিংটন টেস্টে ৫৬ ও ২৫ রান করায় দু’ধাপ এগিয়েছেন তামিম। বাংলাদেশের মধ্যে আরও উন্নতি হয়েছে ব্যাটসম্যান সাব্বির রহমানের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে শীর্ষ ১শ’ জনের তালিকাতে ছিলেন না সাব্বির। তবে ওয়েলিংটনে অপরাজিত ৫৪ ও ৫০ রানের ইনিংস খেলে ৯৪তম স্থানে উঠে এসেছেন সাব্বির।
এই তালিকায় শীর্ষ তিনটি স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জো রুট।
বাংলাদেশ ব্যাটসম্যানদের টেস্ট র্যাংকিং :
পূর্বের র্যাংকিং বর্তমান র্যাংকিং বর্তমান রেটিং খেলোয়াড়
২২ ২০ ৬৬৬ তামিম ইকবাল
৩১ ২৩ ৬৫৯ সাকিব আল হাসান
২৯ ২৮ ৬৩৬ মোমিনুল হক
৪৫ ৩৫ ৫৭২ মুশফিকুর রহিম
৪৮ ৫৪ ৪৮৩ মাহমুদুল্লাহ রিয়াদ
৫৫ ৫৬ ৪৭৮ ইমরুল কায়েস
১শ’জনের নীচে ৯৪ ৩৩২ সাব্বির রহমান।