ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ইবি শিক্ষক সংগঠন জিয়া পরিষদের আয়োজনে বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম. এয়াকুব আলী, প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. মো: নজিবুল হক, প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া, প্রফেসর ড. গিয়াস উদ্দিন, ড. শাহাবুল আলম ও রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জিয়া পরিষদের অর্ধশতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুল মালেক।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …