ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: রোববার স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আনায় যার পরনাই খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী মুসলিম লিগের পৃষ্ঠপোষক শেখ রশিদ আহমেদ।
দলকে অভিনন্দন জানাতে গিয়ে তিনি তার ট্যুইটারে পাকিস্তান দলকে মল-বিষ্ঠা বলে আখ্যায়িত করেছেন। তিনি ইংরেজিতে লিখেছেন, ‘ওয়েল প্লেড গ্রিন শিটস। অর্থাৎ জাতীয় দলকে মল-বিষ্ঠা বলেছেন এই পাক-মন্ত্রী।
আসলে তিনি লিখতে গিয়েছিলেন, ‘ওয়েল প্লেড গ্রিন শার্টস। ’ বানান ভুলে সর্বনাশ করে ফেলেন পাকিস্তানের এই রাজনৈতিক নেতা। নিজের ভুল বুঝতে পেরে সেই পোস্টটা ডিলিট করে দেন শেখ রশিদ। তার বদলে নতুন করে আবার অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন তিনি। কিন্তু ততক্ষণে রশিদের এই মহাভুলের সমালোচনা ছড়িয়ে যায় গোটা বিশ্বে।
ইন্টারনেট