জ্বালানি তেলের দাম কমা নিয়ে দুই মন্ত্রীর দুই বক্তব্য

ক্রাইমবার্তা রিপোট:জ্বালানি তেলের কমানো না কমানো নিয়ে একই দিনে সরকারের দুই পরস্পর বিরোধী কথা বলেছেন।

আজ বুধবার দুপুরে জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না বলে সাংবাদিকদের বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

অন্যদিকে, একই দিনে, বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো বিষয়ে এখানো কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।

একই দিন দুপুরে সচিবালয়ে নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সরকারকে অনুমতির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে সারাবিশ্বে তেলের দাম বেড়ে যাওয়া এবং বিশ্বব্যাংক আভাস দিয়েছে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে। সে কারণে এই মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইজ অ্যাডজাস্টমেন্ট না করার। এই মুহূর্তে মনে হচ্ছে না কোনো অ্যাডজাস্টমেন্ট হবে।

জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আই অ্যাম নট শিওর অ্যাবাউট ইট’।

তাহলে এটা কি ফাইনাল কোনো কিছু হয়নি- জানতে চাইলে মুহিত বলেন, ‘হয়নি ফাইনাল কিছুই। কোনো সিদ্ধান্ত হয়নি।’

আন্তর্জাতিক বাজারে দাম কমছে কিনা- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যে দামটা আছে, সেটা তো কম। আমাদের দাম তার চেয়ে বেশি ‘

উল্লেখ্য, প্রতি ব্যারেল অপরোশোধিত জ্বালানি তেলের মূল্য বর্তমানে ৫০ ডলারের আশেপাশে বিক্রি হচ্ছে।

Check Also

সন্ধ্যায় আবারো সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো সড়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।