ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলা করলেন এই নারী

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :লস অ্যাঞ্জেলেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সামার জেরভস।যৌন হয়রানির অভিযোগ আনা রিয়েলিটি শো অ্যাপ্রেন্টিসের সাবেক প্রতিযোগী সামার জেরভস মানহানি মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আর মাত্র দুদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

আজ বুধবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মামলার কথা জানান জেরভস। গত অক্টোবরে ট্রাম্পের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

জেরভসের আইনজীবী গ্লোরিয়া অলরেড জানান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী জয়ী ট্রাম্প তাঁর মক্কেল সম্পর্কে ডাঁহা মিথ্যা কথা বলছেন। তিনি দাবি করেন, ‘তিনি আবার মিথ্যা বলেছেন এবং মিথ্যা বিবৃতি দিয়ে জেরভসকে হীন, কালিমালিপ্ত করেছেন।’

আইনজীবী অলরেড বলেন, ‘জেরভস ও অন্য অভিযোগকারীকে কালিমালিপ্ত করতে ট্রাম্প জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাঁর ভাড়াটে লোকজনকে ব্যবহার করছেন।’

জেরভস বলেন, ‘ট্রাম্প এমন কথা বলেছেন, আমার মামলা করা ছাড়া কোনো উপায় ছিল না। আমি মামলা তুলে নিতে পারি যদি ট্রাম্প স্বীকার করেন, আমি সত্য বলেছি।’

জানা যায়, ২০০৫ সালে সামার জেরভস ট্রাম্পের রিয়েলিটি শোতে অংশ নেন। এর দুই বছর পর তিনি ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া নিয়ে কথা বলতে যান। জেরভস বলেন, ‘তিনি (ট্রাম্প) মুখে তাঁকে চুমু দেন এবং তাঁর দিকে টেনে নেন।’

জেরভস বলেন, ‘এরপর তিনি আমার কাঁধ জাপটে ধরেন এবং আবার আমাকে সহিংসভাবে চুমু দেওয়া শুরু করেন এবং আমার স্তনের ওপর হাত রাখেন। তিনি আলিঙ্গন করেন এবং তাঁকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করি। ধাক্কা দিয়ে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করি। আমি বলি, এই যে লোক, বাস্তবে আসুন। এরপর আমার কথা তিনি আমাকেই বলেন : বাস্তবে এসো।’

গত বছর নভেম্বর প্রেসিডেন্ট পদে ভোট গ্রহণের আগে ট্রাম্পের বিরুদ্ধে অন্তত আটজন নারী যৌন হয়রানি অভিযোগ আনেন।

জেরভসের আইনজীবী অলরেড বলেন, মামলার কারণে তাঁর মক্কেলের ওপর ট্রাম্প ও তাঁর সমর্থকরা অনাকাঙ্ক্ষিত হামলা চালাতে পারেন।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।