ক্রাইমবার্তা রিপোট: আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাঙ্গালীর উৎসবগুলোর মধ্যে অন্যতম হলো শীতকালীন পিঠা উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মীপুর হলি গালর্স স্কুলের উদ্যোগে শীতকালিন পিঠা উৎসবের আয়োজন করেন।
বৃহস্পতিবার সকালে হলি হালর্স স্কুলের ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। বিদ্যালয় ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সর্দার সৈয়দ আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রায়পুর এল এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ, রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া, স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন প্রমুখ।
