কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ক্রাইমবার্তা রিপোট:কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহতের নাম আমিরুল ইসলাম আমির (৪৫)। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আলামপুরে আট মাইল গোরস্থানের কাছে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে দাবী করেছে পুলিশ। 10

নিহত আমিরের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামে। তাঁর বাবা মোসলেম উদ্দিন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশে তৈরি একটি এলজি, তিনটি গুলি, একটি করাত ও একটি হাঁসুয়া ।

পুলিশের দাবি, আমির গণবাহিনীর নেতা কসাই সিরাজের ছোট ভাই। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে  একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সেই সংবাদের ভিত্তিতে ডিবি  ও আলামপুর ক্যাম্প পুলিশের যৌথ দল ঘটনাস্থলে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘ডাকাতদল’ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

গোলাগুলির একপর্যায়ে ঘটনাস্থলেই নিহত হন আমিরুল ইসলাম। আহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ মিলন ও কনস্টেবল হুমায়ুন কবির।

Check Also

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।