ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসন ঃ সাতক্ষীরা জেলা প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবশিষ্ঠ প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ড.আবু হেনা মোস্তফা কামালকে স্বারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌছালে নেতৃবৃন্দ তার হাতে এ স্বারক লিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা মোঃ শাহমোত আলী, সভাপতি হরষিৎ মন্ডল,সহ সভাপতি তারোক সরদার, সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, সম্পাদক মাহমুদ আহম্মেদ, সাংগঠনিক
সম্পাদক সোম্ব সরকার, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, তালা উপজেলা সভাপতি আব্দুল হামিদ, শ্যামনগর তপন মন্ডল, কলারোয়া সভাপতি আশরাফুজ্জামান, সদস্য শারমিন সুলতানা, সানজিদা তাসমিন, লাকি ফাতিমা রিপন সরদারসহ জেলার ৪৭৯ জন শিক্ষক শিক্ষিকা । উল্লেখ্য যে নিয়োগ বঞ্চিত অপেক্ষামান প্রাথমিক বিদ্যালয় প্যানেল শিক্ষকগনকে উচ্চ আদালতের -রায় প্রাপ্তি হয়ে প্রধান মšী¿ শেখ হাসিনার নির্দেশে ২০১৬ সালে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ দেয়। কিন্তু প্যানেল ভুক্ত সকল শিক্ষকদের নিয়োগ না দিয়ে ৩২১১৪ জন শিক্ষকের মধে হতে ২৩৮৭৯ জন শিক্ষককে নিয়োগ দেয়। অবশিষ্ট ৮২৩৫ শিক্ষককে এখনো নিয়োগ দেওয়া হয়নি। তারা এখন তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে সাংবাদিকরা ডিজিকে নিয়োগের বিষয় জানতে চায়লে বলেন আশা করছি অবশিষ্ঠ সকল প্যানেল শিক্ষকরা দ্রুত নিয়োগ পাবে।