জামায়াত ও জঙ্গিদের নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না : তথ্যমন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়–ন। জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।
তথ্যমন্ত্রী বলেন,তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোন অবকাশ বাংলাদেশে নেই।
তিনি বলেন, বিএনপির নেতৃবৃন্দের নির্বাচনকালীন সরকার বা অনির্বাচিত

অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব।
তথ্যমন্ত্রী আজ শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না হলে বিএনপি আন্দোলনে নামবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন কর্মসূচিতে যোগদেন।

 

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।