ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি জিতেছিলো বাংলাদেশ নারী দল। বাকি চার ম্যাচ খুব সহজেই জিতে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়া নারী দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে দক্ষিণ আফ্রিকা ৪-১ ব্যবধানে সিরিজ জিতে যায়।
বিশ্বকাপ বাছাই পর্বের আগে এই সিরিজের মাধ্যমে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ ছিল রুমানাদের দলের। সেটা আর হলো না। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৩ বলে ৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩ রান শারমিন সুলতানার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে নিগার সুলতার ব্যাট থেকে। দলের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। ১০ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ওডিন কার্স্টেন। মার্সিয়া লেটসোয়ালো ৩ উইকেট নেন ১৩ রানে।
সফরকারী দল ব্যাট করতে নেমে লিজেলি ১৯ বলে ৭টি চার মেরে ফিরে আসেন ৩৭ রান করে। অ্যান্ড্রি স্টেইন করেন ৯ রান। মিগনন দু প্রিজ ৯ ও ক্লোয়ি ট্রায়ন ১৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুন একটি করে উইকেট নেন।