ক্রাইমবার্তা রিপোট:শাহ আলম,কালিহাতী প্রতিনিধিঃ অবিশ্বাস্ব হলেও সত্য যে এক বোটায় ছোট বড় সাতটি পাতা কফি ধরেছে। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বর্ত্তা গ্রামের দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি শুভ্র মজুমদার তার বাবা গতকাল শুক্রবার ভোরে অঞ্জন মজুমদার ক্ষেতে পাতা কফি কাটতে গেলে এ দৃশ্য দেখতে পায়। অল্প সময়ে সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়লে শত শত লোকজন ভীর জমায়। এ ঘটনা দেখার জন্য কেন্দ্রিয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম সাংস্কৃতিক জোটের সভাপতি বনস্পতি মজুমদার ও সাধারন সম্পাদক আল কামাল হোসেন রতন, সাংবাদিক মনির হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান, খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আঃ মান্নান প্রমূখ।
