ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বল হাতে দুর্ধর্ষ তিনি। তবে এবার ব্যাট হাতেও তাণ্ডব চালালেন রুবেল হোসেন। দলের দু:সময়ে ব্যাটিং করতে আসেন তিনি। আর নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন। তিন বাউন্ডারি হাকিয়ে সংগ্রহ করেন ১৬ রান। তবে বেশিক্ষণ এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি।
দলীয় সংগ্রহ যখন ২৮৯ রান, তখন হাতে চোট পান রুবেল।
ট্রেন্ট বোল্টের বল এসে রুবেলে হোসেনের কনুইতে এসে লাগে। ব্যাথায় ককিয়ে উঠেন তিনি। মাঠে আসেন ফিজিওসহ দলের কয়েকজন। কিছুক্ষণ পর আবার ব্যাট হাতে ক্রিজে দাঁড়ান তিনি। সঙ্গী কামরুল ইসলাম রাব্বি।
বোল্টের ওভারের শেষ বলটি মোকাবেলা করার পর বল হাতে ফিরেন টিম সাউদি। তার শিকার হন রাব্বি। ফিরে যান মাত্র ২ রান করে।
২৮৯ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ হয় দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা।
এর আগে বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।
১২৭ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। এ জুটির দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে লড়াই করার মতো অবস্থান পায় বাংলাদেশ। তবে সৌম্য-সাকিবের বিদায়ের পর বিপদে পড়ে দল। সে সময় অভিষিক্ত জুটি নুরুল হাসান ও নাজমুল হোসেন শান্ত দলকে ভরসা দেয়। ৫৪ রানের জুটি গড়ে তারা।
শান্তর বিদায়ে আবার ব্যাটিং বিপর্যয়ে মুখে পড়ে বাংলাদেশ। তখন দলের হাল ধরে থাকেন নুরুল হাসান। তবে শেষমেষ আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। কারণ ট্রেন্ট বোল্টের বলে অর্ধশত থেকে মাত্র ৩ রান দুরে থাকতেই মাঠ ছাড়েন তিনি।
এর পর দুর্দান্ত পেসার রুবেল হোসেন এসে দলকে কিছুটা এগিয়ে দেন। তিন বাউন্ডারিতে ১৬ রান সংগ্রহের পরই বোল্টের বলে কনুইয়ের চোট পান।
কিছু সময় পর এ অবস্থায়ই ব্যাট হাতে ক্রিজে যান। তবে সাউদির বলে রাব্বি ফিরলে আর কিছুই করার থাকে না রুবেলের।