নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে আন্দোলন করবে বিএনপি

ক্রাইমবার্তা রিপোট:  নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে রাজপথে আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
23
তবে, দল নিরপেক্ষ এবং বিশিষ্টজনদের নিয়ে সার্চ কমিটি গঠন করে রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন এমন প্রত্যাশা বিএনপির। সেইসাথে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার উদ্যোগ নিবেন রাষ্ট্রপতি বলে আশা দলটির।

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যেগত বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ৩১টি রাজনৈতিক দলে সাথে সংলাপ শেষ করেছেন। ঐইদিনই রাষ্ট্রপতি বঙ্গবভন থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, নিজেদের মধ্যে দূরত্ব কমাতে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে।

রাষ্ট্রপতির এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্টপতি অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ নিবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, রাষ্ট্রপতির এই সংলাপ যদি ব্যর্থ হয় তাহলে বিএনপির আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না।

বিএনপির নেতারা আরো জানান, অচিরেই নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা দিবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।