বিদায়ী প্রেসিডেন্ট তার খোলা চিঠিতে লিখেছেন, ‘আমাদের ৪৫তম প্রেসিডেন্টের জন্য জায়গা ছাড়ার আগে আমি শেষবারের জন্য ধন্যবাদ জানাতে চাই সবাইকে, আমাকে ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আমি ওই পদে থাকাকালীন যা যা শিখেছি, সব আপনাদের থেকে। আপনারাই আমাকে একজন ভালো প্রেসিডেন্ট হিসেবে তৈরি করেছেন। একজন ভালো মানুষ করে তুলেছেন।’
যথার্থ নাগরিক দায়িত্ব পালনের জন্য আমেরিকাবাসীকে ধন্যবাদ জানিয়ে ওবামা লিখেছেন, ‘আমি দেখেছি, আমেরিকার মানুষ দয়ালু, দৃঢ় ও নম্র। আর প্রতিনিয়ত আপনাদের নাগরিকত্বের দায়িত্ব পালনে আমি আমাদের ভবিষ্যত স্পষ্ট দেখতে পাচ্ছি। দলমত নির্বিশেষে আমাদের সবাইকে আনন্দের সঙ্গে এই নাগরিকত্বের কাজ চালিয়ে যেতে হবে। শুধুমাত্র নির্বাচনের সময় নয়, শুধুমাত্র নিজেদের স্বার্থ বিঘ্নিত হলে নয়, সারা জীবন ধরে চালিয়ে যেতে হবে এই কাজ।’
হোয়াইট হাউসের জীবন থেকে বেরলেও তিনি নিজেও এই কাজে আমেরিকাবাসীর সঙ্গে থাকবেন বলে দাবি করেছেন বিদায়ী প্রেসিডেন্ট। দেশবাসীকে উদ্বুদ্ধ করতে তিনি ফের মনে করিয়ে দিয়েছেন, ‘আমেরিকা কোনও একজন ব্যক্তির প্রকল্প নয়। আমাদের গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী শব্দটাই হল আমরা। আমরা, জনগণ। আমরা জয় করব। হ্যাঁ, আমরা পারব।’