ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আবার ঝলসে উঠলেন কামরুল ইসলাম রাব্বি। আর এবার তার শিকার টেলর। এ নিয়ে রাব্বি উইকেট নিলেন তিনটি। বাকি একটি নিয়েছৈন তাসকিন আহমেদ। ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের স্কোর এখন ৪ উইকেটে ১৮১ রান। তারা এখনো বাংলাদেশের চেয়ে ১০৮ রানে পিছিয়ে আছে।
আজ ম্যাচের দ্বিতীয় দিন সকালে কামরুল ইসলাম রাব্বির জোড়া শিকারে ঘুরে দাঁড়ানোর প্রয়াস চালায় বাংলাদেশ। তার শিকার হয়ে ফিরে যান রাভেল এবং উইলিয়ামসন। এর ফলে স্বাগতিক নিউজিল্যান্ডের স্কোর দাঁড়িয়েছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ল্যাথাম ও টেলর খেলাকে নিউজিল্যান্ডের অনুকূলে নিয়ে যান।
এরপর ল্যাথামকে বিদায় করেন তাসকিন। তিনি করেছিলেন ৬৮ রান। আর টেলর বিদায় নেন ৭৭ রানে।
আজ ম্যাচের দ্বিতীয় দিন।
প্রথম দিনে বাংলাদেশ ২৮৯ রানে অল আউট হয়ে যায়।