ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: নামি পর্ন তারকা থেকে বলিউড অভিনেত্রী। শুধু তাই নয়, বলিউডের মূল ধারার ছবিতেও তিনি বড় নাম। বলা হচ্ছে সানি লিওনের কথা। যিনি কি না বলিউড ছবির কল্যানে নিজেকে নতুনভাবে পরিচয় করিয়েছেন বিশ্বের দরবারে। নতুন খবর হলো সানি নাকি নিজের চেহারার বীমা করাতে চান! এমন কথাই শোনা যাচ্ছে। আর করতে চাইবেনই না বা কেন? সানিকে দেখতে মন্দ নন। তার রূপে সবাই মুগ্ধ। তার শারীরিক সৌন্দর্যও অতুলনীয়। তার শরীরের কোন অংশটি সবচেয়ে সুগঠিত, কোন অংশটি সবচেয়ে সুন্দর, সেই নিয়ে তর্ক চলে তার ভক্তদের মধ্যেও। এমনকি সানি নিজেও নিজের রূপে মুগ্ধ। তাইতো নিজের চেহারার বীমা করাতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, আমার মুখটাই সবচেয়ে সুন্দর। আর সেটারই বীমা করতে হবে। ভারতীয় বিনোদন জগতে সানির প্রথম পদার্পণ ঘটে ‘বিগ বস’-এর মাধ্যমে। সেই শো-এর মাধ্যমে পরিচিতি পাওয়ার পরেই কাজ মিলে যায় ‘জিসম-২’ ছবিতে। তারপর আর পেছনে তাকাতে হয়নি সানিকে। একের পর এক হিট ছবি এবং আইটেম গানে দেখা যায় সানিকে।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …