ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :শুক্রবার ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রথম দিনেই বিতর্ক শুরু হয় ট্রাম্পের টুইটার পেজ ঘিরে।
এদিন শপথ নেয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার পেজ ‘পোটাস’–এর ছবিও পরিবর্তন হয়ে যায়। বারাক ওবামার জায়গায় চলে আসে ডোনাল্ড ট্রাম্পের ছবি। কিন্তু দুর্ভাগ্যবশত তার ওপরের ছবিটি কেউ পরিবর্তন করেনি। ফলে ওবামার প্রথমবার শপথ গ্রহণের সময় যে জমায়েত হয়েছিল, সেই ছবিই প্রায় ঘণ্টা খানেক ওখানে ছিল। টুইটার ব্যবহারকারীরা সেটি চিহ্নিত করার পরেই অবশ্য ছবিটি সরিয়ে নেয়া হয়।
প্রথমে আমেরিকার একটি পতাকার ছবি, পরে ট্রাম্পেরই একটি ছবি সেখানে লাগানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি চালু হওয়ার পর থেকেই ফলোয়ারের সংখ্যা বেড়ে চলেছে।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম টুইটও করেন ট্রাম্প। যেখানে তার প্রথম বক্তৃতাটি পোস্ট করা হয়।