বৃষ্টির হানা, শেষ বেলায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:শেষ মুহূর্তে সাকিব আল হাসানের ঘূর্ণিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ এখন টাইগারদের হাতে। তবে বৃষ্টির হানায় দিনের বাকি খেলা আর হচ্ছে না।

আগামীকাল রোববার তৃতীয় দিন ২৬০ রান নিয়ে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড। হেনরি নিকোলসের (৫৬) সাথে থাকবেন টিম সাউদি (৪)।

সকালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে নিউজিল্যান্ড। দলের সংগ্রহ যখন ৪৫ রান তখন জোড়া আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বি। এক ওভারে শিকার করেন দুটি উইকেট। ফিরে যান রাভেল এবং উইলিয়ামসন।

তবে টম ল্যাথাম ও রস টেলর নিউজিল্যান্ডকে অনুকূলে নিয়ে যান। এ জুটির ভাঙন ধরান তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৬৮ রানে সাজঘরে ফিরেন ল্যাথাম।

এরপর দুর্ধর্ষ টেলরকে ৭৭ রানে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ।

তবে নিউজিল্যান্ডের পরের জুটি দলকে অনেকটা এগিয়ে নেয়। ব্রেকথ্রু এনে দেন সাকিব। মাইকেল স্যান্টনার ও হেনরি নিকোলস জুটির ভাঙন ধরান তিনি। সাজঘরে ফেরান স্যান্টনারকে।

এই জুটির সংগ্রহ ছিল ৭৫ রান। ব্যক্তিগত ২৯ রানে সাকিবের বলে এলবিডব্লিউ হন স্যান্টনার।

নিজের পরের ওভারে জোড়া আঘাত হানেন সাকিব। তার ঘূর্ণির শিকার হন দুই কিউই ব্যাটসম্যান ওয়াটলিং ও গ্র্যান্ডহোম।

এর আগে প্রথম দিন ২৮৯ রানে থেমে যায় বাংলাদেমের প্রথম ইনিংস।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।