ইবিতে বৃহত্তর রংপুরের পিঠা উৎসব

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর রংপুর জেলা ছাত্রকল্যান সমিতির পিঠা উৎসব পালন করেছে। শনিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়নের ১১৬ নং কক্ষে এ উৎসবের আয়োজন করে।
জানা গেছে, লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা একত্রে বৃহত্তররংপুর জেলা ছাত্রকল্যান সমিতি গঠিত। উৎসবে সংগঠনটির সভাপতি আবু রায়হান খন্দকারের সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুব ররহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক আরমিন খাতুন , রংপুর জেলা ছাত্রকল্যান সমিতির সাধারন সম্পাদক মিলন, সমিতির সাবেক সভাপতি মিফফাদ রহমান (রিয়ন),গাইবান্ধা জেলা স্টুডেনন্টস সোসাইটির সভাপতি রাশেদুন নবী প্রমুখ।
এসময় ৫টি জেলার অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে তাদের নিজস্ব সংস্কৃতি নাচ, গান, মেয়েদের জন্য ইনডোর গেমস ও র‌্যাফেল ড্র-র আয়োজন করে।
পিঠা উৎসবে ভাপা, পুলি, চিতই পিঠা, তৈলপিঠা, খোলা পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা।

16

ইবি শিক্ষার্থীর রুহের মাগফেরাত কামনায় দোয়া
ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের মেধাবী শিক্ষাথী মোঃ মাহদীর স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় বিভাগের ২০৩ নং কক্ষে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাহদীর স্মৃতি চারন করেন বক্তব্য প্রদান করেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এ.বি.এম ফারুক, বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন, প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি প্রমুখ। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । দোয়া মুনাজাত পরিচালনা করেন ড. ফারুক আহমদ।
গত শনিবার শেষ রাতে মোঃ মাহদী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।