ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: টান টান উত্তেজনার ম্যাচটায় বাগড়া দিলো বৃষ্টি। দ্বিতীয় দিন বেলা শেষে যখন একের পর এক উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড তখনি বৃষ্টির হানা। ৭১ ওভারের পরই বন্ধ হয়ে গেলো খেলা। ঠিক হলো তৃতীয় দিন আগেভাগেই মাঠে গড়াবে খেলা। তবে তা আর হয়নি। সারারাত হওয়া বৃষ্টি এখনো অব্যাহত আছে। তাই অপেক্ষার সমাপ্তি টানা হয়েছে। তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল মাঠে গড়াবে খেলা।
দ্বিতীয় দিন বাংলাদেশী পেসার ও স্পিনারদের তাণ্ডবে চাপে ছিল নিউজিল্যান্ড।
সকালে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি যখন ৪৫ রানের সংগ্রহ দাঁড় করান তখন জোড়া আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বি।
এক ওভারে শিকার করেন দুটি উইকেট। ফিরে যান রাভেল এবং উইলিয়ামসন।
দ্বিতীয় সেশনে থিতু দুই ব্যাটসম্যান টম ল্যাথাম ও রস টেলরকে বিদায় করেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
আর তৃতীয় সেশনে ৯ বলের মধ্যে সাকিব আল হাসানের ৩ উইকেট চাপে ফেলে নিউজিল্যান্ডকে।
প্রথম মাইকেল স্যান্টনার ও হেনরি নিকোলস জুটির ভাঙন ধরান তিনি। সাজঘরে ফেরান স্যান্টনারকে। এই জুটির সংগ্রহ ছিল ৭৫ রান। ব্যক্তিগত ২৯ রানে সাকিবের বলে এলবিডব্লিউ হন স্যান্টনার।
নিজের পরের ওভারে জোড়া আঘাত হানেন সাকিব। তার ঘূর্ণির শিকার হন দুই কিউই ব্যাটসম্যান ওয়াটলিং ও গ্র্যান্ডহোম। দ্রুত তিন উইকেটের পতনে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের হাতে।
ঠিক ওই উত্তেজনাকর মুহূর্তে বৃষ্টি হানা দেয়। ১৯ ওভার আগেই খেলা বন্ধ হয়ে যায়।
৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ২৬০ রান।
সিদ্ধান্ত নেয়া হয়, তৃতীয় দিন নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে শুরু হবে খেলা। তবে তা আর হয়ে উঠেনি। মধ্যাহ্ন বিরতির পরও মাঠে খেলা গড়ানোর পরিবেশ না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে প্রথম দিন ২৮৯ রানেরই থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।