ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর শাহ আলীর থানা এলাকায় জনৈক বাসু মিয়া হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ রায় দেন। অপরদিকে এই মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন আসগর আলী, সেলিম, আলকাস, রাজু ও খলিল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কদর আলী ও রুহুল আমিন লেদুর। তাঁদের কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা করে জরিমানা এবং তা দিতে ব্যর্থ হলে আরো এক বছর সাজা খাটার আদেশ দিয়েছেন আদালত।
আসামিদের মধ্যে আসগর রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৪ মে সন্ধ্যায় শাহ আলী এলাকার গড়ান চটবাড়ীতে একটি নির্মাণাধীন বাড়ির একতলার ছাদে গুলি করে এবং ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয় জনৈক বাসু মিয়াকে।
ওই ঘটনায় নিহত বাসুর ভাই চিনু মিয়া শাহ আলী থানায় বাদী হয়ে মামলা করেন। মামলা দায়েরের পর ২৯ মে খলিল, রাজু, লেদুসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রায়ের আগে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।