ক্রাইমবার্তা রিপোট:মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর জেলা জজ আদালত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট তন্ময় সরকারের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করেছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় শহরের সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে ১৩ জানুয়ারী রাতে শহরের বাদামতলা এলাকার বাসিন্দা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর পৌর কমিটির সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার তপন সরকারের বাড়িতে। অজ্ঞাত কারণে ঘটনার ৫দিন পর বুধবার ৫জনকে বিবাদী করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেণ এডভোকেট তন্ময় সরকার যার মামলা নং ৬৯/১৭। আদালত আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানীর দিন ধার্য করে নির্ধারিত তারিখ পর্যন্ত স্থিতিবস্থা এবং শান্তিশৃংখলা বজায় রাখার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। একই সঙ্গে দখল বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) মাদারীপুরকে নির্দেশ দিয়েছেন।
তপন সরকারের ছেলে এ্যাডভোকেট তন্ময় সরকার মামলার বিবরণে উল্লেখ করেছেন, ‘গত শুক্রবার ভোর রাতে এনামুল হক চৌধুরী ও নান্নু মুন্সীরা তার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে একদল সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে তাদের বাড়ির সীমানা প্রাচীর ও দাদা-দাদীর সমাধি ভেঙ্গে বাড়ির পাশের ডোবাসহ বেশ কিছু পরিমান জমি দখল করে। নৌকার সাহায্যে প্রায় দু’ঘন্টা ধরে তারা টিন ও বাঁশ দিয়ে বেড়া দেয়। এ সময় তাদের বসত বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। সন্ত্রসীরা তাদের উদ্দেশ্য করে বলে ‘মালাউনরা এই দেশে কি করস, তোরা থাকবি ইন্ডিয়ায়, তোগো বাপ পোলারে মারুম, তোরা মার্ডার হয়ে যাবি’। এভাবেই প্রভাবশালী ভূমি দখলকারী এ মহলটি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিতেই থাকে। এ ব্যাপারে সদর থানা পুলিশকে খবর দেয়া হলেও তাদের কোন ভূমিকা ছিল না বলে তিনি দাবী করেন।
এ্যাডভোকেট তন্ময় সরকার আরো বলেন, ‘আমরা রবিবার মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বরাবরে আইনী প্রতিকার চেয়ে আবেদন করেছি। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খান লিখিত অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সমিতির নথিতে সামিল করার আদেশ দিয়েছেন’।
এ্যাডভোকেট তন্ময় সরকারের পিতা তপন সরকার বলেন, ‘প্রভাবশালীরা রাতের আধারে হামলা চালিয়ে আমাদের বসতবাড়ির দেয়াল ও আমার পিতা-মাতার সমাধি ভেঙ্গে ভেতরে ঢুকে জোরপূর্বক সম্পত্তি দখল করে নেয়। শহরের প্রাণকেন্দ্রে এমন চাঞ্চল্যকর ঘটনায় হতবাক-স্তম্ভিত সাধারণ মানুষও। ভূমিদস্যুরা এতটাই প্রভাবশালী যে, কেউ এর প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও মানবাধিকার সংগঠনগুলোও নিশ্চুপ হয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি’।
এদিকে জমি দখলকারী এনামুল হক চৌধুরী ও নান্নু মুন্সী সাংবাদিকদের কাছে দাবী করেন, তপন সরকারের জমি অন্যপাশে, তারা তাদের মালিকানাধীন জমিতে বেড়া দিয়েছেন।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউর মোর্শেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জমিজমার বিষয় দেখার দায়িত্ব আদালতের। এ বিষয়ে থানা পুলিশের কোন ভূমিকা নেই। তবে তপন সরকারের বসবাড়ির বা জমির সীমানা প্রাচীর ভাঙ্গার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …