ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: ১৯৯৪ সালে তিনি হয়েছিলেন মিস ইউনিভার্স। ২০১৭ তিনি খুঁজে বের করবেন মিস ইউনিভার্সকে। তিনি একজন বঙ্গ ললনা। হ্যাঁ ঠিক ধরেছেন, আমরা বলছি সুস্মিতা সেনের কথা।
১৯৯৪ সালে ৬৫ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিজয়িনী এবার বিচারকের আসনে। সুস্মিতা স্বয়ং ট্যুইট করে জানিয়েছেন এই কথা। ফিলিপিনসের মানিলায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগীতায় সেরার শিরোপা উঠেছিল সুস্মিতা সেনের মাথায়। অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি খুবই উত্তেজনা বোধ করছি, খুব আবেগ প্রবণও লাগছে এবং ২৩ বছর পর অপেক্ষা করছি ফিলিপিনসের ঘরে ফেরার জন্য এটাই হল সেই জায়গা যেখান থেকে সব শুরু হয়েছিল।’
Check Also
অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …