ক্রাইমবার্তা রিপোট:সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে সংগঠনটি। এছাড়া সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আজ রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা কলেজে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার তদন্ত সাপেক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার ১৯ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে কলেজ শাখায় পদপ্রাপ্ত ১০ জন এবং নয়জন সাধারণ কর্মী।
বহিষ্কৃতরা হলেন- বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজু, যুগ্ম-আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া শামীম, সালেহ আহমদ হৃদয়, সামাদ আজাদ জুলফিকার, হিরন ভূঁইয়া, কলেজ শাখার সদস্য শাহরিয়ার রাশেদ, হাসানুজ্জামান মুন্না, রহমতুল্লাহ, রুবেল মণ্ডল, সাদ্দাম হোসেন।
নয়জন কর্মী হলেন- মাহমুদুর রহমান সৈকত, আব্দুল আজিজ ফয়েজ, নাইম ইবনে আজাদ, তুহিন, জসিম উদ্দিন, মাইনুল ইসলাম, মিল্টন খন্দকার, রানা, সুজন।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় আধিপত্য বিস্তারের জেরে ঢাকা কলেজ ছাত্রলীগের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় এবং প্রতিপক্ষের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ দেয়া হয়।