ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা:রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরার শহরের শহীদ নাজমুল স্মরণীতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতির আয়োজনে গত ১৩ জানুয়ারী ২০১৭ রোজ শুক্রবার দিনগত রাতে সাতক্ষীরা শহরের রাধানগর সড়কে অবস্থিত নিউ আধুনিক জুয়েলারির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক
মনোরঞ্জন কর্মকারের সঞ্চালনায় এবং জুয়েলার্স সমিতির সাতক্ষীরা শাখার সভাপতি গৌরচন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির প্রাক্তন সভাপতি দীনবন্ধু মিত্র, সাবেক সা: সম্পাদক নৃত্যনন্দ আমীন, যুগ্ম সা: সম্পাদক মোঃ কামরুজ্জামান বুলু, সাংগঠনিক সম্পাদক গৌরপদ রায়, দপ্তর সম্পাদক রায়দুলাল চন্দ্র, অধ্যাপক সুকুমার দাশ ও কোষাধ্যক্ষ রতন কুমার সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে কোটি টাকার চুরিকৃত সমস্ত স্বর্নালংকার উদ্ধার করে চুরির সাথে জড়িত চোরচক্রদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন পরবর্তীতে জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি পেশ করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …