কলারোয়া প্রাইমারি স্কুলে আন্ত-ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার কলারোয়া পৌরসদরে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্ত-প্রাথমিক বিদ্যালয় ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুুষ্ঠিত  হয়েছে। 19সোমবার সকালে স্কুল চত্বরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি আরাফাত হোসেনের সভাপতিত্বে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি দিলশাদ পারভীন, সদস্য লাকি মোশারফ, রেশমি রেজা, আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, স্কুলের সহকারি শিক্ষক রবিউল ইসলাম, সহ-শিক্ষিকা সুলতানা কামরুন নেছা, স্কুলের জমিদাতা ওলিয়ার রহমান,সহ-শিক্ষিকা সাহিদা খাতুন, ফেরদৌসী পারভিন, লাসমিনা খাতুন, শিরিনা সুলতানা, সৈয়দা রিক্তা খানম, আনোয়ারা খাতুন, নাসরীন সুলতানা, তহমিনা সুলতানা, বাজার কমিটির যুগ্ন-সম্পাদক আবু সাঈদ, ডোনার সদস্য এম এ হাকিম সবুজ, কাজী সাঈদুজ্জামান সাঈদসহ অভিভাবক ও ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে ১৪৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। সমগ্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।
ছবি আছে”””””””

কলারোয়ায় নৈশ প্রহরী রফিকুল ইসলামের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরা কলারোয়ায় নৈশ প্রহরী রফিকুল ইসলাম (৬৫) এর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যোহর নামাজের পরে নিজ বাড়ি গদখালি গ্রামে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও কলারোয়া বাজার কমিটির সভাপতি আরাফাত হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা আব্দুল কাদের রুহানী, মাওলানা খোরশেদ  আলম, সমাজ সেবক মাগফুর রহমান, শওকাত আলী, টুটুল হোসেন, শেখ মারুফ হোসেন, আবু বক্কর, আব্দুস ছাত্তার, ছোট খোকন ও মোশাররফ হোসেন টগর প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা লূৎফর রহমান। উল্লেখ্য গত শনিবার সকাল ১০টার দিকে মরুহুম রফিকুল ইসলাম অসুস্থ্য অবস্থায় তার নিজ বাড়ি গদখালি গ্রামে ইন্তেকাল করেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।