ক্রাইমবার্তা রিপোট:কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরে কালিহাতী প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান সোমবার দুপুর ২টায় কালিহাতী পৌর মেয়র আলী আকবর(জব্বার)এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কৃষিবিদ আলহাজ মীর মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম,কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ.মো.আখেরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন, মৎস্য কর্মকর্তা আব্দুল কদ্দুস প্রমুখ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …