হাটহাজারীতে খোলা তেল বোতলজাত করার কারখানায় অভিযান আটক ২

ক্রাইমবার্তা রিপোট:মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
হাটহাজারী সদর এগারমাইল বনবিট পরীক্ষণ ফাঁড়ির ৩০ গজ দক্ষিনে উম্মুল কোরা মহিলা মাদরাসার সামনে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের পুর্ব পাশে সড়ক ঘেঁষে খোলা তেল বোতলজাত করার কারখানায় ভ্রাম্যমান   আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী (ভুমি) কমিশনার আরিফুল ইসলাম সরদার গত ২৩ জানুয়ারি সোমবার মডেল থানা পুলিশ সদস্য নিয়ে এক অভিযান পরিচালনা করেন । 22
অভিযানে বিপুল পরিমানে নিন্মমানের খোলা ও বোতলজাত করা সয়াবিন ও সরিষার তেল এবং রুপসী,ডায়মন্ড,শাহীন নামক কোম্পানীর পুরানো ও নতুন অসংখ্য স্টিকার পাওয়া যায়। প্রযোজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কারখানার মালিকে না পেয়ে কর্মচারী মনসুর (৬৫) ও মামুন (২০) নামের  ২ জনকে আটক করে থানায় সোর্পদ করেন ভ্রাম্যমান   আদালতের ম্যাজিস্ট্রেট ।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।