ক্রাইমবার্তা ডেস্ক রিপোট: ভারতের রাজস্থানের জয়পুর সাহিত্য উৎসবে তিন তালাক প্রথার অবলুপ্তি চেয়ে বক্তব্য দেয়ায় বিক্ষুব্ধ মুসলিম সংগঠনের বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এ সময় জয়পুরের মুসলিম মহিলা সংগঠন তসলিমাকে মুসলিম বিরোধী আখ্যা দিয়েছেন এবং জয়পুর সাহিত্য উৎসব থেকে দ্রুত তাঁকে চলে যাওয়ার জন্য বিক্ষোভ করেন। এরপর আয়োজকরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে দেন এবং বিক্ষোভকারীদের আশ্বাস দেন ভবিষ্যতে আর সাহিত্য সভায় তসলিমাকে আমন্ত্রণ জানাবেন না।
সোমবার জয়পুর সাহিত্য উৎসবে অংশ নেন। এই সাহিত্য উৎসবে তসলিমাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি খুব গোপন রেখেছিলেন আয়োজকরা। অনুষ্ঠান শুরুর ঠিক আগের মুহূর্তে বিষয়টি ঘোষণা করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে তরা রাজস্থান মুসলিম ফোরাম সংগঠন সাহিত্য উৎসব চত্বরে বিক্ষোভ শুরু করে।এ সময় তসলিমা নাসরিনের বিরুদ্ধে তারা শ্লোগান দেন এবং জয়পুরে সাহিত্য উৎসব (জেএলএফ) বন্ধের দাবি জানান। এ সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে জয়পুর পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আয়োজকদের সঙ্গে সংলাপে বসেন। এরপর জয়পুরে সাহিত্য উৎসবের (জেএলএফ) আয়োজক সঞ্জয় রায় তসলিমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে তাকে আমন্ত্রণ জানানো হবে না বলে আশ্বাস দেন।
জয়পুরে সাহিত্য উৎসবের আয়োজক সঞ্জয় রায় জানান, ‘একটি সাক্ষাৎকারমূলক আলোচনায় অংশ নিতে তসলিমা নাসরিনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং গোলযোগ সৃষ্টির আশঙ্কায় তার আমন্ত্রণের বিষয়টি গোপন রেখেছিলাম। কিন্তু মুসলিম সংগঠনের বিক্ষোভের মুখে আমরা তাকে সরিয়ে দিয়েছি।’
সূত্র : -নিউজ ১৮ ইন্ডিয়া।