ইমামের বেতন নিয়ে সংঘর্ষে আহত ২০

ক্রাইমবার্তা রিপোট:গোপালগঞ্জের কাশিয়ানীতে মসজিদের ইমামের বেতনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর জাজিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মসজিদের ইমামের বকেয়া টাকা চাওয়া নিয়ে সেলিমুজ্জামান শেখ ও শওকত মোল্যার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ সময় সংঘর্ষে শওকত মোল্যা (৪০), রিপন মোল্যা (৩৫), বাকিয়া মোল্যা (৩২), আতিয়ার রহমান মোল্যা (৩৩), বিল্লাল মোল্যা (৩০), নেওয়াজ সিকদার (২৮), লিটন মোল্যা (৩০), মাহমুদ মোল্যা (৩০), জাপান শেখ (২৮), এলাহী মোল্যা (২৮), পিকুল মোল্যা (২৬), বাবুল মোল্যা (২৬) ও সোহাগ মোল্যাসহ (২৬) উভয়পক্ষের  অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

Check Also

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।