ক্রাইমবার্তা রিপোট:বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর চোখে অশ্রু দেখা যায়।
আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আসর খালেদা জিয়া আত্মীয়স্বজন ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে রাজধানীর বনানী কবরস্থানে যান। তিনি ফাতেহা পাঠ করেন এবং নেতাদের সঙ্গে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত চেয়ে দোয়া করেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন ও বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিবার, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও আরাফাত রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আজ দিনব্যাপী আলোচনা সভা, দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।