ক্রাইমবার্তা রিপোট:পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারী ও তাঁর ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই নারীর স্বামী। সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল এলাকায় সোমবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের পুঠিমারী গ্রামের জয়ন্তী রানী (২৮) ও তাঁর ছেলে নারায়ণ (১)। আহত হয়েছেন জয়ন্তীর স্বামী সীতেন্দ্রনাথ বর্মণ (৩৮)। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠকর্মী। তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী ও ছেলেকে নিয়ে তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন সীতেন্দ্রনাথ। পথে সদর উপজেলার দশমাইল এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই জয়ন্তী ও নারায়ণ নিহত হয়। আহত হন সীতেন্দ্রনাথ। অবস্থা বুঝে ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হপাসাতালে নিয়ে যান।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ও ভজনপুর হাইওয়ে থানার ওসি এনামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।