সদরের বল্লী ইউনিয়নে অসহায় দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ সদরের বল্লী ইউনিয়নে অসহায় দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।  বুধবার বেলা ১২ টায় বল্লী ইউনিয়ন মুকুন্দপুর পূর্বপাড়া ঈদগাহ ময়দানে নবদিগন্ত সংস্থার আয়োজনে  নবদিগন্ত সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন23
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর হোসেন সজল। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুকুন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আজহারুল হকের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ ওবায়দুর রহমান, ১২ নং বল্লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, গণফোরামের জেলা সভাপতি প্রভাষক মামুনুর রহমান, জেলা আওয়ামীগের সদস্য ডাঃ মোঃ মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ফিল্ড অফিসার মোঃ আফসার উদ্দীন.মোঃ আমিরুল ইসলাম, সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আফসার আলী ঢালী প্রমুখ। এসময় দুশ শীতার্ত মানষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অসহায় দুস্থ্য শীতার্ত মানুষের পাশে দাড়ানো প্রতিটি মানুষের উচিত। মানব সেবা করা কত মহাত কাজ জানলে বিত্তবানরা বিভিন্ন সংস্থার মত শীতার্ত মানুষের পাশে এসে ঠিক দাড়াতেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান।

 

জেলায় ৫ দিন ব্যাপী ২৩৫ তম স্কাউটস  ইউনিট লীডার বেসিক কোর্স ২০১৭ এর সমাপনী মহা তাবুজলসা অনুষ্ঠিত

ফিরোজ হোসনে ঃ জেলায় ৫ দিন ব্যাপী ২৩৫ তম স্কাউটস  ইউনিট লীডার বেসিক কোর্স ২০১৭ এর সমাপনী মহা তাবুজলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা জেলা স্কাউটস,র  আয়োজনে  সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সমাপনি ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়। সমাপনি সভায়  জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউটস কমিশনার এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের কমিশনার আবুল কাশেম মোহাম্মাদ মহিউদ্দিন। জেলা স্কাউটস সম্পাদক এম ঈদুজ্জামানের পরিচালনায় অনষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর হোসেন সজল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ,  সুন্দরবন টেক্সটাইল মিলস ম্যানেজার এড.শফিউল ইসলাম খান,অত্র বিদ্যালয়ের সভাপতি গাজী নজরুল ইসলাম, কোর্স লিডার এলটি এস এম ফারুক হোসেন প্রমুখ । উল্লেখ্য যে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।  অনুষ্ঠানে  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্কাউটসরা সব সময় সুস্থ্য থাকে এবং দেশের প্রতি তাদের মমত্ববোধ জাগ্রত থাকে। স্কাউটস তাৎপর্য দেশের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার মাধ্যমে দক্ষ নাগরিক তৈরী করতে হবে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।