৬১ বছর বয়সে বাবা হলেন মেল গিবসন

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:১ বছর বয়সী মেল গিবসন ও ২৬ বছর বয়সী রোসালিন্ড রোজ জুটির ঘরে এসেছে নতুন অতিথি। লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দেন রোজ। নবজাতকের নাম রাখা হয়েছে লারস জেরার্ড গিবসন।

৬১ বছর বয়সে বাবা হলেন মেল গিবসন

অনেকদিন ধরেই লেখিকা রোজের সঙ্গে প্রেমের সম্পর্ক গিবসনের। গত বছর জানুয়ারিতে অস্কার পুরস্কারের সময়ই রোজের সঙ্গে গিবসনের সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। সেপ্টেম্বরে জানা যায়, এই জুটি মা-বাবা হতে চলেছেন।

লারস জেরার্ড গিবসন এই দম্প্রতির প্রথম সন্তান হলেও প্রাক্তন স্ত্রী রবিন মুরের সঙ্গে মেল গিবসনের সাত সন্তান রয়েছে। ১৯৮০ সালে রবিন মুরকে বিয়ে করেন গিবসন। সেই সংসার ভেঙে যায় ২০০৬ সালে।

এরপর ওকসানা গ্রিগোরিভার নামের আরেক রাশিয়ান গায়িকার সঙ্গে ঘর বাঁধেন মেল গিবসন। সেই সংসারে লুসিয়া নামে ছয় বছরের এক মেয়ে রয়েছে গিবসনের। এর পর লেখিকা রোসালিল্ড রোজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হলিউডের এই অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।

নবজাতকসহ মেল গিবসন এখন ৯ সন্তানের বাবা। এদিকে নতুন খবর হল মেল গিবসন পরিচালিত ছবি ‘হাকস রিগ’ ৮৯ তম অস্কারের আসরে মনোনীত হয়েছে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।