ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ট্রাম্প। তার মধ্যে দেয়াল তোলার ঘোষণা ছাড়াও মধ্যপ্রাচ্য আর আফ্রিকার সাতটি মুসলিম দেশ থেকে বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে আসার বিধিনিষেধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
শরণার্থীদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হবে।
ট্রাম্প একটি টুইট করে বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে আগামীকাল হবে একটি বিশাল দিন। আরো অনেক কিছুর মতো আমরা দেয়াল বানাবোই।’
দুই হাজার মাইল লম্বা মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কিছু ঘোষণাও আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এর মধ্যে অভিবাসীদের জন্য অভয় শহরগুলোকে কেন্দ্রীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে বাধ্য করার মতো উদ্যোগ রয়েছে। এসব শহরে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার বা আটক করা হয় না।
সিরিয়া, ইয়েমেন, ইরাকসহ মধ্যপ্রাচ্য আর আফ্রিকার কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বাসিন্দাদের প্রবেশে কড়াকড়ি আরোপ করবেন ট্রাম্প। এ সপ্তাহের শেষের দিকে এই ঘোষণা আসতে যাচ্ছে।