কলারোয়ায় সীমান্তে সুপারীসহ মটরসাইকেল আটক

ক্রাইমবার্তা রিপোট: ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা কলারোয়ায় মাদরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সুপারীসহ চোরাচালান কাজে ব্যবহৃত মটরসাইকেল আটক করেছে বিজিবি। বুধবার দুপুরের দিকে উপজেলার সোনাবাড়িয়া10 মোড় থেকে এই সুপারীসহ মটরসাইকেল আটক করা হয়। মাদরা বিজিবির ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ফিরোজের নেতৃত্বে ওই স্থানে টহলরত অবস্থায় একদল চোরাচালানীকে তাড়া করে। এ সময় তাদের কাছে থাকা সুপারীর বস্তা ও মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ১০০কেজি (২বস্তা) সুপারী এবং মটরসাইকেল আটক করে। আটককৃত সুপারী ও মটরসাইকেলের আনুমানিক মূল্য ১লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত সুপারী ও মটরসাইকেল সাতক্ষীরা বিজিবির হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।