মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছিল, দাবি মেয়ের

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বাবা মার্কিন সংগীত তারকা মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন একমাত্র মেয়ে প্যারিস জ্যাকসন।

রোলিং স্টোন ম্যাগাজিনে দেয়া প্রথমবারের মতো একান্ত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। খবর বিবিস’র।

প্রসঙ্গত, ২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের। পরে অনিচ্ছাকৃত মানবহত্যার অভিযোগে তার চিকিৎসক কনরাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়।

মাইকেল জ্যাকসন মারা যাওয়ার সময় প্যারিসের বয়স ছিল মাত্র ১১ বছর।

সাক্ষাৎকারে প্যারিস বলেন, ‘এর পেছনে আরও অনেক ঘটনা রয়েছে। তিনি (মাইকেল জ্যাকসন) প্রায়ই ইঙ্গিত দিতেন যে, তার পেছনে অনেক মানুষ লেগেছে। একপর্যায়ে তিনি বলতেন- ওরা একদিন আমাকে মেরে ফেলবে।’

মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে কি না- এমন প্রশ্নে মেয়ে বলেন, ‘অবশ্যই। কারণ এটাই সত্যি। সবগুলো তীর ওদিকেই নির্দেশ করে।’

তিনি বলেন, ‘এটা যেন কন্সপারেসি থিওরির মতো একটা ব্যাপার… তবে তার সব ভক্ত আর পরিবারের সবাই জানে, এটা ছিল একটি ষড়যন্ত্র।’

প্যারিস জ্যাকসন আরও বলেন, অনেকেই তার বাবার মৃত্যু চাইতো। তাদের বিচারের আওতায় আনতে এখন তিনি দাবার চাল দিতে যাচ্ছেন। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।