ক্রাইমবার্তা রিপোট:জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রপতিও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বিতর্কিত পুরোনো পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারলেন না।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন শুধু নির্বাচন কমিশনের কাজ নয়। একে সুষ্ঠু করার জন্য জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার, রাষ্ট্র-প্রশাসন, সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও সর্বোপরি রাজনৈতিক সমঝোতা মিলিয়ে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না করে বিদ্যমান ব্যবস্থায় সার্চ কমিটির মাধ্যমে বা অন্য যেকোনোভাবেই নির্বাচন কমিশন গঠন কারা হোক না কেন তা কোনোভাবেই জনগণের আকাঙ্খা, গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক হবেনা। বিষয়টি বিবেচনায় নিয়ে অগ্রসর হওয়ার সময় এখনও রাষ্ট্রপতির হাতে আছে। রাষ্ট্রপতি পুরোনো পদ্ধতি বাদ দিয়ে নতুনভাবে অগ্রসর হবেন বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।