ক্রাইমবার্তা রিপোট:গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে শিশু তাসিন ওরফে অর্ণবকে (৬) অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে হত্যার দায়ে তিন যুবককে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৭ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্মেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বিল্টু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২০), একই গ্রামের মৃত্যু আজগর আলীর ছেলে পাবেল মিয়া (২৫) ও একই গ্রামের রুবেল মিয়া (২২)।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৭ জুলাই সকালে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে তাসিনকে অপহরণ করে শ্বাসরোধে হত্যার পর তার হাত-পা বেঁধে পাভেলের বাড়ির পেছনে ডোবায় ফেলে রাখে। পরে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই তিনজনসহ মোট ১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে অপহরণকারীরা ওই শিশুর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করা হয়।