প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলায় কেঁপে উঠল আসাম

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : প্রজাতন্ত্র দিবস পালনকালে পরপর সাতটি বিস্ফোরণে কেঁপে উঠল আসাম। বৃহস্পতিবার সকালে অসমের তিনটি জেলায় এই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ঘটনার পিছবে উলফা জঙ্গিদের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
7
এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ডিব্রুগড়, তিনশুকিয়া ও চারাইদিও জেলায় এইসব বিস্ফোরণ হয়। জঙ্গিরা ফাঁকা জায়গায় বোমাগুলি রেখে গিয়েছিল। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বোঝাতেই এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। উত্তর-পূর্বে প্রজাতন্ত্র দিবস বয়কট করার ডাক দিয়েছিল ওই জঙ্গি সংগঠন।

সূত্র : ডেইলি পাকিস্তান

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।