ক্রাইমবার্তা রিপোট:রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতির সার্স কমিটি গঠনের উদ্যোগে জাতি আশাবাদী হয়েছিল। কিন্তু গতকাল ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারও ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়। সার্চ কমিটি গঠনের নামে ‘ফার্চ কমিটি’ করা হয়েছে। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না।’’ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুত ফোরামের উদ্যোগে ‘বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …